জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শ্রমজীবীদের মর্যাদা দিয়েছেন শেখ হাসিনা : জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ
জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১২ অক্টোবর শুক্রবার জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর জেলা শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, শ্রমজীবীদের মর্যাদা দিয়েছে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখন শ্রমিকরা মর্যাদা নিয়ে কাজ করে। শ্রমিকদের এখন আর কেউ হেয় প্রতিপন্ন করে কথা বলে না। শ্রমিকদের আয় অনেক বেড়ে গেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন ও যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুমা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী অহিদুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, কোষাধ্যক্ষ এম আই মমিন খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, মতলব দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি যুথিষ্ঠি রনি, রেলওয়ে শ্রমিক লীগ নেতা জুয়েল পাটোয়ারী, থানা শ্রমিক লীগ সভাপতি শাহআলম ফুটন, পৌর শ্রমিক লীগ সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় জেলা আওয়ামী লীগ ও জেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।