• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১৪ জন দুঃস্থ অসহায়কে সোয়া লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ০৯:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের বিভিন্ন এলাকার ১৪ জন দুঃস্থ, অসহায়, গরিব ও প্রতিবন্ধী ব্যক্তি তাদের চিকিৎসা, লেখাপড়া ও অসচ্ছলতার জন্যে পৃথক পৃথকভাবে আর্থিক সহায়তা চেয়ে জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান জেলা সমাজকল্যাণ পরিষদ তহবিল থেকে ৩ জনকে ৫,০০০ টাকা করে এবং ১১ জনের প্রত্যেককে ১০,০০০ টাকা করে মোট ১,২৫,০০০ টাকা মঞ্জুর করেন।
    তিনি তাঁর কার্যালয়ে ১০ অক্টোবর বুধবার পূর্বাহ্নে সংশ্লিষ্টদের হাতে অনুদানের ওই চেক তুলে দেন। জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর-এর উপ-পরিচালক রজত শুভ্র সরকার এ সময় উপস্থিত ছিলেন। সুবিধাভোগীগণ হলেন  শৈবাল কৃষ্ণ ভৌমিক, পিতা প্রাণ কুমার ভৌমিক, জোড়পুকুর পাড়, খতেজা বেগম, স্বামী কোরবান আলী, জামতলা, চাঁদপুর পৌরসভা, মোঃ সোহেল খান, পিতা আনোয়ার হোসেন খান, প্রফেসরপাড়া, চাঁদপুর পৌরসভা, মোঃ শাহ আলম গাজী, আশিকাটি, চাঁদপুর সদর, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাব, মুনসুর প্রধানীয়া, পিতা মৃত জলিল প্রধানীয়া, জেটিসি কুলিবাগান, চাঁদপুর পৌরসভা, মজিবর রহমান, পিতা আনছার ফকির, শ্রীরামপুর, কচুয়া, খুরশিদা বেগম, স্বামী কুদ্দুস বেপারী, শিলন্দিয়া, বাবুরহাট, রবীন্দ্র চন্দ্র আইচ, পিতা বীরেশ্বর আইচ, ম্যাটারনিটি রোড, চাঁদপুর পৌরসভা, নাছিমা বেগম, পিতা নূরু মোল্লা, প্রফেসরপাড়া, চাঁদপুর পৌরসভা, কহিনুর বেগম, পিতাঃ কাদির ছৈয়াল, নিশি রোড, চাঁদপুর ও  বাদল গাজী, পিতা মৃত ইদ্রিস গাজী, শ্রীরামদী, চাঁদপুর পৌরসভা, নাছির মাঝি, পিতা খালেক মাঝি, মধ্য শ্রীরামদী, চাঁদপুর পৌরসভা ও জহুরা বেগম, স্বামী আলমগীর হোসেন, মদনা, চাঁদপুর সদর, চাঁদপুর।

সর্বাধিক পঠিত