ক্যাফে আনন্দের মালিক শেখ জয়নালের ইন্তেকাল
চাঁদপুর শহরের শহীদ রাজু চত্বর (চিত্রলেখার মোড়) সংলগ্ন ক্যাফে আনন্দের মালিক শেখ জয়নাল আবেদীন (৫৫) আর বেঁচে নেই। তিনি বৃহস্পতিবার রাতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। তাঁর মৃত্যুর খবর শুনে স্ত্রী জ্ঞানহারা হয়ে হানী সিদ্দিক মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন বলে মরহুমের ভাই শেখ শামিম জানিয়েছেন। এদিকে শেখ জয়নালের মৃত্যুর খবর শুনে চাঁদপুর শহরে শোকের ছায়া নেমে আসে। অত্যন্ত সদালাপী প্রিয় এ ব্যক্তিকে হারিয়ে অনেককেই নীরবে কাঁদতে দেখা গেছে।
গতকাল শুক্রবার বাদ জুমা দু দফা জানাজা শেষে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের ষোলঘর পাকা মসজিদ শেখ বাড়ি রোডস্থ পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। প্রথম জানাজা শহরের চিশতিয়া জামে মসজিদের সামনে ও দ্বিতীয় জানাজা নিজ এলাকার শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দুটি জানাজায়ই বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি দেখা গেছে।
উল্লেখ্য, মরহুম শেখ জয়নাল আবেদীন নিঃসন্তান ছিলেন। তার মা ও বাবা বেঁচে নেই। একমাত্র স্ত্রীর সুস্থতার জন্যে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমের ভাই শেখ শামিম।