• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময়

শারদীয় দুর্গোৎসবকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ সহযোগিতা থাকবে : আবু সাহেদ সরকার

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৮, ০০:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের আহ্বানে উপজেলার পূজাম-প কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও এএইচএম মাহফুজুর রহমানের সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার। এ সময় তিনি বলেন, বাঙালির কৃষ্টির মধ্যে যে কয়েকটি উৎসব রয়েছে, তার মধ্যে শারদীয় দুর্গোৎসব একটি। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ উৎসবে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি বড় উৎসবে পরিণত হয় পুরো দেশ। সে ধারাবাহিকতা ফরিদগঞ্জ উপজেলায়ও বহমান। এ বছর ফরিদগঞ্জে ১৮টি ম-পে পূজা অনুষ্ঠানে আমরা সার্বক্ষণিক নজরদারিতে রাখবো। শারদীয় দুর্গোৎসবকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, সামনের দিনগুলো আমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব নিয়েই ধর্মীয় অনুষ্ঠানগুলো পরিচালনা করতে হবে। কোনো দুষ্কৃতকারী যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে সেজন্যে এখন থেকেই ম-প এলাকায় টহলের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
     অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোছলেহ উদ্দিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, সম্পাদক লিটন কুমার দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার সাধারণ সম্পাদক উৎপল সাহা, নিউজ ২৪ চ্যানেলের চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকার প্রমুখ।

সর্বাধিক পঠিত