• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় সভা

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৮, ০০:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্ততিমূলক সভা করেছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক। গতকাল ১১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম শেফালী, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী,  হাইমচর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সরকার এবং বিভিন্ন পূজাম-পের আয়োজকদের মধ্যে পরেশ মাস্টার, তপন মাতাব্বর, উত্তম কুমার বণিক, সুদেব সরকার, সমর পোদ্দার, অনিল কৃষ্ণ মাঝি, দীনেশ দেওয়ান, প্রদীপ মাস্টারসহ উপজেলা শিক্ষা অফিসার, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।  
    সভায় শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়োজকদের উদ্দেশ্যে বলেন, যে কোনো প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। বিকল্প আলোর ব্যবস্থা, প্যান্ডেলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা,  পরিচিতি কার্ডসহ স্বেচ্ছাসেবী সদস্য মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পূজার আয়োজকসহ উপজেলা পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা  তুলে ধরেন এবং প্রতিটি পূজাম-প পরিদর্শনের জন্যে সকলকে আমন্ত্রণ জানান। এ বছর হাইমচর উপজেলায় ৫টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ উপজেলায় পূজার সংখ্যা ছিল ৬টি । এ বছর পাড়া বগুলা শ্রী শ্রী লোকনাথ মন্দিরে পূজা হবে না বলে জানা যায়।

সর্বাধিক পঠিত