২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়া
ভবিষ্যতে আর কেউ এ ধরনের অপরাধ করার সাহস পাবে না : ডাঃ দীপু মনি এমপি
গতকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি বলেন, ১৪ বছর পর বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হলো। বাবর, পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদ- আর তারেক রহমান ও হারিস চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদ- হলো। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, হাওয়া ভবনে গ্রেনেড হামলার ষড়যন্ত্র হয়েছিলো। তাহলে ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড তারেক রহমানের কেন মৃত্যুদ- হলো না, এ প্রশ্ন সবারই।
তিনি বলেন, আর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মৃত্যুদ- হলেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বেগম জিয়ার বিষয়ে কোনো রায় নেই। যদিও তদন্তে ও আসামীদের জবানবন্দীতে এসেছে যে, তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বেগম জিয়া হামলা সম্পর্কে জানতেন। তিনি হামলার আলামত নষ্ট করার আদেশ দিয়েছিলেন এবং ডিজিএফআইকে এ হামলা সম্পর্কে তদন্ত করতে নিষেধ করেছিলেন।
ডাঃ দীপু মনি বলেন, আশা করি সকল অপরাধীরই শাস্তি নিশ্চিত হবে। ২১ আগস্টে নিহতদের পরিবার এবং যারা এখনো সে হামলার বীভৎসতার চিহ্ন দেহ ও মনে বয়ে বেড়াচ্ছেন তারা পুরোপুরি সন্তুষ্ট হবেন মূল পরিকল্পনাকারীসহ সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে।
বর্তমান সরকারের সময়ে একে একে সকল হত্যাকা-ের বিচার হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আর কেউ এ ধরনের অপরাধ করার সাহস পাবে না। আর সে কারণেই কখনো যেন আর বিএনপি-জামাত খুনিচক্র রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশের জনগণ সদা সতর্ক থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।