• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণার পর হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।
    গতকাল ১০ অক্টোবর রায় ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে উপজলা সদর আলগী বাজারে আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে নেতৃবৃন্দ রায়ে সন্তুষ্ট এবং অবিলম্বে খুনিদের ফাঁসির কার্যকরের দাবি জানান। তারেক জিয়া ও হারিছ চোধুরীর ফাঁসির দ- না হওয়ায় বক্তারা সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর বেপারীর নেতৃত্বে যুবলীগ, উপজেলা ছাত্রলীগ সভাপতি এসএম আল মামুন সুমনের নেতৃত্বে ছাত্রলীগ উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারীর নেতৃত্বেও উপজেলা সদরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সর্বাধিক পঠিত