• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তি উপজেলা আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৮, ০৯:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলায় আনসার ও ভিডিপির সমাবেশ-২০১৮ সম্পন্ন হয়েছে। গতকাল ৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের টিআই পিন্টু চন্দ্র দাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট এসএম আজিম উদ্দিন।
    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের যে কোনো ক্রান্তিকালে আনসার ও ভিডিপির সদস্যরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। যে কোনো সুখে-দুঃখে এ বাহিনীর সদস্যরা তাদের নিরলস পরিশ্রম ও মেধার মাধ্যমে অসাধ্যকে সাধন করে আসছেন। দেশ ও জাতির সেবায় এ বাহিনীর সদস্যদের অগ্রণী ভূমিকা রয়েছে।
    সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হানিফ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, রোটাঃ এসএসএম জাকারিয়া নুরুল আলম চৌধুরী ও উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোঃ আবদুর ছাত্তার মজুমদার পিপিএম (বার)। সভায় প্রতিবেদন পাঠ করেন ইউনিয়ন দলনেতা ওচমান গণি ও দলনেত্রী সেলিনা বেগম। সমাবেশে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয় উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আবদুল ছাত্তার মজুমদার পিপিএম বারসহ ১৮জন দলনেতা ও নেত্রীকে। উপজেলা সমাবেশে ২৫০ জন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
   

সর্বাধিক পঠিত