• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে মেঘনায় জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি ॥ নিখোঁজ ২

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৮, ১২:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে একটি লাইটার জাহাজের ধাক্কায় বালুবাহী ১টি বাল্কহেড ডুবে গেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৬টায় উপজেলার দশানী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বাল্কহেডে থাকা ৬ জনের মধ্যে ৪ জন স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হলেও ২ জন নিখোঁজ রয়েছে। তীরে আসা ৪ জনের মধ্যে আহত হয়ে ২ জন হাসপাতালে ভর্তি আছে।
    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডুবে যাওয়া বাল্কহেড এমভি ডরিন ঢাকার দিকে যাচ্ছিলো। তখন বিপরীত দিক থেকে আসা লাইটার জাহাজ এমভি টাইগার ইস্ট বেঙ্গল-৭ এমভি ডরিনকে আঘাত করলে সেটি ডুবে যায়। টাইগার ইস্ট বেঙ্গল-৭ জাহাজটি ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। ডুবে যাওয়া এমভি ডরিনের নিখোঁজ স্টাফ ২ জন হলেন : ডালিম (৩০) বাড়ি নীলফামারী ও আব্দুল মালেক (৪৫) বাড়ি বরিশাল। সাঁতরে ও স্থানীয়দের সহযোগিতায় তীরে আসা ৪ স্টাফ হচ্ছেন মাস্টার বাবুল হোসেন (৪৫) বাড়ি নোয়াখালী, মিস্ত্রী জয়নাল আবেদীন (৪৩) বাড়ি বরিশাল, লস্কর ফারুক হোসেন (২২) বাড়ি নোয়াখালী এবং লস্কর হারুন (২৪) বাড়ি নোয়াখালী। মাস্টার বাবুল হোসেন জানান, আমরা ঠিক মতোই যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই বিপরীত দিক থেকে আসা জাহাজটি আমাদের জাহাজটিকে জোরে আঘাত করে। ওই জাহাজটি আমাদের জাহাজ থেকে অনেক বড় আকৃতির। তাই আমাদের জাহাজটি ডুবে যায়। এ ব্যাপারে মোহনপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবু তাহেরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।
    ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। তিনি ডুবে যাওয়া জাহাজের স্টাফ আহত ২ জনকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন।
   

সর্বাধিক পঠিত