কচুয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা!
কচুয়ায় অজয় সরকার (১৯) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। ৮ অক্টোবর সোমবার দুপুরে কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কান্দারপাড় সরকার বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
সরকার বাড়ির লোকজন সূত্রে জানা যায়, অজয় সরকার পারিবারিক কলহের জের ধরে বাবা মায়ের সাথে অভিমান করে বসতঘরে আড়ার সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অজয় সরকারের বন্ধুরা জানায়, অজয় সরকার মেধাবী একজন ছাত্র ছিল। সে এবার এইচএসসি পরীক্ষায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ থেকে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল।
সংবাদ পেয়ে রাত ৯টায় কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় ।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ভূঁইয়া জানান, কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে আসার পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।