• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে পুলিশের সহায়তায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৮, ১৯:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইউসুফ হোসেন জসিম নামে এক মোটরসাইকেল চালক পুলিশের সহযোগিতায় এবং নিজেদের চতুরতায় মোটরসাইকেল চুরি হওয়ার ১৫ দিন পর ফিরে পেলো। ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক জসিম জানান, ১৮ সেপ্টেম্বর রাতে তার এপাচি ১৫০ সিসি (চাঁদ-১১-২১৭৯) মোটরসাইকেলটি তার বাড়ি থেকে চুরি হয়। বিষয়টি তিনি মৌখিকভাবে থানা পুলিশকে অবহিত করেন। পরে তিনিসহ লোকজন নানা স্থানে খোঁজ করার এক পর্যায়ে তারা নিশ্চিত হন মোটরসাইকেলটি সম্পর্কে। থানা পুলিশকে জানালে পুলিশের সহযোগিতায় গত ৩ অক্টোবর সন্তোষপুর গ্রামের একটি বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
   

সর্বাধিক পঠিত