চাঁদপুর স্টেডিয়ামে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান
এ দেশ নিয়ে স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু, তা বাস্তবায়নে দেশকে উন্নয়নের রোল মডেল করছেন শেখ হাসিনা : সচিব মোঃ শাহ কামাল
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি জনসাধারণকে সরকারের উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮। গতকাল শনিবার সন্ধ্যায় তিনদিনব্যাপী (৪-৬ অক্টোবর) মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, এ দেশ নিয়ে স্বপ্ন দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মাত্র সাড়ে ৩ বছর দেশ পরিচালনা করেছেন। তিনি দেশের জন্যে যে সকল পরিকল্পনা করেছেন, আজ তা বাস্তবায়নে দেশকে উন্নয়নের রোল মডেল করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাঁরা নিজের জীবনকে বাজি রেখে দেশ স্বাধীন করেছেন, আর দেশ স্বাধীনের জন্যে এঁদেরকে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ স্বাধীনতা কী সেটা বুঝে রোহিঙ্গারা। আমি ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কারণে রোহিঙ্গাদের কাছে বেশি গিয়েছি। তারা বলে, আমাদের ত্রাণের প্রয়োজন নেই। আমাদের স্বাধীনতা ফিরিয়ে দাও। তিনি আরো বলেন, ২০১৬ সালে প্রধানমন্ত্রীর সাথে আমাদের সচিবদের বৈঠক হয়েছে। তিনি আমাদের বলেছেন, আপনারা নিজ নিজ এলাকায় যান। সেখানের সমস্যাগুলো চিহ্নিত করেন, আমাকে অবগত করেন। আমরা সেভাবে নোট দিলাম। আজকে চাঁদপুরবাসী দেখেন চাঁদপুর জেলার উন্নয়নের অবস্থা। প্রধানমন্ত্রী আমাদের চাঁদপুরের জন্যে মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছেন। সে কলেজে ৫০ জন শিক্ষার্থী দিয়ে সহসাই কার্যক্রম চালু হবে। শুধু এই নয়, চাঁদপুরের ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে গেছে।
জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপ্রধানে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা ৩ দিনব্যাপী মেলার প্রামাণ্য চিত্র তুলে ধরেন। তিনি জানান, এ মেলায় ৬৫ হাজার মানুষ অংশ নিয়েছে, যা রেজিস্টারে লিপিবদ্ধ হয়েছে। আলোচনার পূর্বে সমবায় দপ্তর থেকে অসহায়দের মাঝে চেক তুলে দেন প্রধান অতিথি।
মেলায় এবার সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগের ১শ’ ২৩টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে উন্নয়ন চিত্র তুলে ধরা হয়। সাধারণ মানুষ এবং শিক্ষক ও শিক্ষার্থীরা আপন মনে মেলার এক স্টল থেকে আরেক স্টল ঘুরে বেড়িয়েছে এবং সরকারের উন্নয়ন সম্পর্কে অবগত হয়েছে। মেলা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত তিন বছরের চেয়ে এবারের উন্নয়ন মেলার আয়োজন ছিলো বর্ণাঢ্য। পুরো স্টেডিয়ামের চারপাশ স্টল, মাঝখানে সুবিশাল উচ্চতায় টাওয়ার। তাতে শোভা পায় জাতির জনকের বিরাট ছবি সম্বলিত ব্যানার এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে উন্নয়নের চিত্র। সবশেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি আরো বলেন, এ দেশের অন্য সকল জেলা থেকে সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল হবে চাঁদপুরে। এ মেলার উদ্দেশ্য হচ্ছে জনগণের সামনে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানানো। উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারের সাফল্যের প্রচার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জনগণকে উদ্বুদ্ধ করা এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের যৌথ অংশগ্রহণে স্থানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময়ের জন্যই সারাদেশে উন্নয়ন মেলা করা হচ্ছে।
উল্লেখ্য, জেলা প্রশাসন চাঁদপুরের আয়োজনে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে চাঁদপুর স্টেডিয়ামের মালেক ক্রীড়া ভবন থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি, পেশাজীবী ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার অগণিত মানুষ স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। র্যালি শেষে সকলে স্টেডিয়ামে এসে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। মেলার মূল মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গণভবন থেকে '৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮' উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এর পরপরই ভিডিও চিত্র, উন্নয়ন মেলার থিম সং ও জেলা ব্র্যান্ডিং থিম সং প্রদর্শন করা হয়।