• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর ২৪তম অভিষেক

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৮, ০৯:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত ৫ অক্টোবর শুক্রবার চাঁদপুর রোটারী ভবনে রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর ২৪ তম অভিষেক ‘প্রেরণা’ অনুষ্ঠিত  হয়েছে। ২০১৭-১৮ রোটারী বর্ষের সভাপতি রোঃ সৈকত পাল (২০১৮-১৯) রোটারী বর্ষের সভাপতি রোঃ অনয় দেবনাথ ধ্রুবকে কলার পরিয়ে তার দায়িত্বভার হস্তান্তর করেন। উত্তরীয় পরানোর মাধ্যমে অতিথিদের বরণ করা হয়।
    সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ ডাঃ এসএম সহিদুল্লাহ পিএইচএফ এবং রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই সংগঠনের সদস্যরা তাদের সময়টা ভালো কাজে লাগাচ্ছে। মাদক, ইভটিজিং থেকে তারা দূরে থাকছে, সমাজসেবায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে চেষ্টা করে যাচ্ছে। এ তরুণরাই দেশের চেতনা শক্তি।
    সভায় এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ১১ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব সভাপতি ও অন্য সদস্যবৃন্দ। সভায় রোঃ পিপি মিঠুন ঘোষ ও রোঃ পিপি তরুণ ভৌমিককে সম্মাননাসহ বিদায় জানানো হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সহ-সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, সাধারণ সম্পাদক রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার, রোটারী জেলা-৩২৮১-এর সদ্য প্রাক্তন রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি মাসুমুল আলম, রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি শাহজুদ্দিন ঢালী, রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি নমিনি রোটাঃ আবু বক্কর সিদ্দিক, রোটারী জেলা ৩২৮২-এর প্রাক্তন রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি শাহ জুনায়েদ আলী, সদ্য প্রাক্তন রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন হায়দার শাকিলসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রোটার‌্যাক্টররা।