চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে গত ৫ অক্টোবর চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন করা হয়েছে। সকাল সোয়া ৯টায় চাঁদপুর প্রেসক্লাবের সম্মুখে র্যালির শুভ উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান। র্যালিশেষে সকাল পৌনে ১০টায় চাঁদপুর রোটারী ভবনে ‘শিক্ষার অধিকার নিশ্চিতে চাই যোগ্য শিক্ষক’ প্রতিপাদ্য বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপ্রধানে এবং হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যার সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে সেমিনার শুরু হয়। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এবং হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার।
সেমিনারের প্রতিপাদ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক রঞ্জিত কুমার বণিক। ডিজিটাল শিক্ষা ব্যবস্থাপনার উপর প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন নেটিজেন আইটি লিঃ-এর চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ আশরাফ আলী। প্রতিপাদ্য বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. মাসুদ হোসেন, কামরাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, জমিয়াতুল মুদার্রেছীনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, প্রাথমিক শিক্ষায় অবদানের জন্যে ২০০৯ ও ২০১৪ সালে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক যথাক্রমে উম্মে কুলসুম শেফা ও নূরুন নাহার বকুল, চাঁদপুর জেলা মহিলা পরিষদের সভাপতি লীলা মজুমদার, চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম প্রমুখ। চাঁদপুর জেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও শিক্ষার সাথে সম্পর্কিত এনজিও’র ৫৮ জন প্রতিনিধি সেমিনারে অংশগ্রহণ করেন। তন্মধ্যে ৩১ জন মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনাটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুলাহ আল মামুদ প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই শিক্ষক হিসেবে নিজকে পরিচয় দেন। তিনি বলেন, আমার বাবাও একজন শিক্ষক ছিলেন এবং নিজেও কিছুদিন শিক্ষকতা করেছি। তিনি শিক্ষকদের উপর শ্রদ্ধা রেখে বলেন, নিয়োগের ক্ষেত্রে যথাযথ মূল্যায়নেই সম্ভব যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান করা। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করে বলেন, যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের জন্যে সরকার শিক্ষাক্ষেত্রকে ডিজিটালের আওতায় আনার জন্যে উদ্যোগগ্রহণ করেছেন। তিনি আরো বলেন, শিক্ষকদেরকে সকল পর্যায়ে যথাযথ মূল্যায়ন করা হলে তবেই মেধাবী ছাত্ররা শিক্ষক হতে চাইবেন।