• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নারীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে মতলব দক্ষিণে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৮, ০৯:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাজেদুল হোসেন চৌধুরী দীপু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই। নৌকার বিজয় হলেই এদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি মতলব উত্তর ও মতলব দক্ষিণে যে উন্নয়ন করেছেন সে উন্নয়নের প্রচার-প্রচারণা প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে গিয়ে তুলে ধরতে হবে। এজন্যে দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি অনুরোধ জানান। তিনি বলেন, আজকে নারীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্যে সেলাই বিতরণ করা হচ্ছে। এই সেলাই মেশিনের মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন করবেন। এতে হাসি ফুটবে গ্রামের অসহায় হতদরিদ্র পরিবারগুলোর মুখে। এ অবদান বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করেছে, সে উন্নয়নের কথা মনে থাকলে কেউ নৌকার প্রতি বেঈমানি করবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। এজন্যে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    গত ৬ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। জেলা পরিষদের সদস্য মোঃ আল-আমিন ফরাজীর সভাপতিত্বে ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোঃ কামাল হোসেন দেওয়ানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর ও মতলব দক্ষিণ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা পারভীন চৌধুরী, উপদেষ্টা সুবর্ণা চৌধুরী (বীণা), মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল। এছাড়া অন্যান্য অতিথিও বক্তব্য রাখেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জহির সরকার, যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, মতলব উত্তর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁখি, জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুধিষ্টী শীল, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন মোঃ কচি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল ইসলাম সোহাগ, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ কাইয়ুম ফরাজী, সহ-সভাপতি অনিক পাটওয়ারী, ফরহাদুর রেজা প্রিয়াম, সাধারণ সম্পাদক মোঃ শরীফ পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক রুবায়েত হাসান ইহামসহ অন্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মোহন। অনুষ্ঠানে ৪৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত