• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় উন্নয়ন মেলার সমাপ্তি

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৮, ০৯:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সফল সমাপ্তি হয়েছে। গতকাল শনিবার বিকেলে শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী এ মেলা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ উন্নয়ন মেলা সারা দেশব্যাপী হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন করেছি সে উন্নয়নের চিত্র তুলে ধরাই এই উন্নয়ন মেলার প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানিক লাল মজুমদার, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    উন্নয়ন মেলায় ৪৫টি স্টলের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শাহরাস্তি  পল্লী বিদ্যুতের জোনাল অফিস যৌথভাবে প্রথম, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক দ্বিতীয়, উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে তৃতীয়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস চতুর্থ ও উপজেলা সমাজসেবা অফিস পঞ্চম স্থান অধিকার করে।
    পুরস্কার বিতরণী সভা শেষে শাহরাস্তি সংগীত একাডেমির পরিচালক শাহ এনামুল হক কমলের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কুমিল্লা অঞ্চলের শিল্পী ও শাহরাস্তির বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

 

সর্বাধিক পঠিত