• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে উন্নয়ন মেলা পরিদর্শনকালে সচিব শাহ্ কামাল

নিজেদের দেশটাকে নিজেরাই গড়তে হবে

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৮, ০৯:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ মেলা পরিদর্শন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন। সকল স্টলের কর্মকর্তার সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।   
    আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ইউএনও এএইচএম মাহফুজুর রহমান, কৃষি অফিসার মাহবুব-উর রহমান, প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, পিআইও মোঃ আওরঙ্গজেব, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।
    সচিব তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার গত প্রায় এক দশকে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছে। প্রতিটি সেক্টরে আজ উন্নয়ন কর্মকা- গতিশীল হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সরকারি ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান থেকে সহজেই সেবা পেতে পারে সে জন্যে এ উন্নয়ন মেলার আয়োজন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, দেশটা যেহেতু আমাদের, তাই নিজেদের দেশটাকে নিজেরাই গড়তে হবে। এজন্যে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।