• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সড়ক দূর্ঘটনায় রামপুর ইউপি চেয়ারম্যানসহ আহত ২

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৮, ১৯:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারি ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক মোঃ জাকির হোসেন সরক দূর্ঘটনার আহত হয়েছে।

গত ৪ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক সারে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শহরতলীর মঠখোলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারির ডান হাতে এবং ডান পায়ে মারাত্বক আঘাত প্রাপ্ত হন। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক জাকির হোসেন ডান হাটুতে আঘাত প্রাপ্ত হন।

আহত ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারি জানান, তিনি শহরে ব্যাক্তিগত কাজ শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ-সম্পাদকসহ নিজের মোটরসাইকেল যোগে নিজ এলাকা রামপুর ইউনিয়নে রওয়া হন।

পথিমধ্যে শহরতলীর মঠখোলা এলাকায় চলন্ত মোটরসাইকেলর সামনে একটি কুকুরকে বাচাতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সরকের উপর ছিটকে পরে।

তাৎক্ষনিক আশ-পাশের লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্বার করে।  খবর পেয়ে রামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটওয়ারি ইউপি সদস্য মোঃ মমিনসহ স্হানীরা তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে আসংন্কা মুক্ত বলে জানান।
পরে তারা চিকিৎসা শেষে বাড়ীতে ফিরে যান।