উদ্যোক্তা উন্নয়নে মাইডাস ফাইন্যান্সিংয়ের মতবিনিময় সভা
চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের উদ্যোক্তা উন্নয়নে মাসিক এসএমই শাখার উদ্যোগে এসএমই ডে পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর শাখা মাইডাসের হলরুমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
মাইডাসের ব্রাঞ্চ ইনচার্জ মোঃ মাসুদুর রহমান খানের সভাপ্রধানে ও সহকারী ম্যানেজার মোঃ এমরান হোসেনের সঞ্চালনায় মতবিনিময়ে অংশ নেন চুমকি ফ্যাশনের উদ্যোক্তা আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, জিলানী ডক ইয়ার্ডের মোঃ গাওসুল আজম, পাকিজা ক্লথ স্টোরের মোক্তার আহমেদ, চাঁদপুর মেডিকেল সেন্টারের তোফাজ্জল হোসেন তাফুসহ বিভিন্ন পেশার ব্যবসায়ী উদ্যোক্তারা।
সভায় মাইডাসের চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমানের ভূয়সী প্রসংসা করেন উদ্যোক্তারা। তারা বলেন, আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যে মাইডাস ফাইন্যান্সিং সহায়ক ভূমিকা রাখে। এছাড়া গ্রাহকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।