• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোটার‌্যাক্ট ক্লাব সেন্ট্রাল গার্ডেন-এর বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৮, ০৮:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত ৫ অক্টোবর শুক্রবার চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেন প্রাঙ্গণে রোটার‌্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেনের নিয়মিত প্রকল্প বৃক্ষরোপণ কর্মসূচি (বনায়ন-১৮) অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহমুদা খানম, রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক সভাপতি রোটারিয়ান মফিজউদ্দিন সরকার এবং রোটারিয়ান রহিমা বেগম, রোটার‌্যাক্ট আন্তর্জাতিক জেলা-৩২৮২-এর পিডিআরআর শাহ্ জুনায়েদ আলী, পিডিআরআর জিয়াউদ্দিন হায়দার সাকিল, বর্তমান ডিআরআর নাফিজুল আলম, এডিআরআর কৃপালী চৌধুরী রাহুল, ডিস্ট্রিক্ট সেক্রেটারী এমএ আহাদ, রোটার‌্যাক্ট ক্লাব সেন্ট্রাল গার্ডেনের সাবেক সভাপতি মোহাম্মদ সফিউল্লাহ, আবু সালেহ, সজীব হোসেন বিজয়, বর্তমান ক্লাব সভাপতি ডাঃ তামজীদ হোসেন, ক্লাব সচিব দীন মোহাম্মদ এবং ক্লাবের অন্য সদস্যগণ।
 সাথে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগের এই ধারা অব্যাহত থাকবে। যে কেউ যতো দূরেই বাড়ি বা ঘর করুক না কেনো আমরা বিদ্যুৎ সংযোগ দেবই। মেলা শেষে সরাসরি অফিসে এসে সবাই এই সেবা নিতে পারবে।