• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে যুবলীগ নেতার সাংবাদিক সম্মেলন

ব্যক্তিগত শত্রুতার জেরে নিজ দলের নেতা-কর্মীদের মাদকে জড়ানো হচ্ছে

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৮, ০৮:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রকৃত মাদক ব্যবসায়ীদের আড়াল করতেই রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাদক ব্যবসায়ী হিসেবে প্রমাণে উঠে পড়ে লেগেছে ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ উল্যাহ ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শাহাদাত হোসেন। ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করতেই দলীয় নেতৃত্বের সুযোগে নিজ দলের নেতা-কর্মীদের উপর নির্যাতনের খড়গ চাপিয়ে প্রকৃত মাদক ব্যবসায়ীদের আড়াল করতেই তারা এমন কার্যকলাপ চালাচ্ছেন বলে দাবি করেছেন ওই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন বাচ্চু। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন।
    তিনি আরো বলেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ উল্যাহর নির্দেশনায় একটি অভিযোগ দায়ের করা হয়। যাতে ওই ওয়ার্ডের গুটিকয়েক মাদক ব্যবসায়ীর নামের সাথে আমি ও দলের ৭/৮ জন নিরীহ নেতা-কর্মীর নাম জুড়ে দেয়া হয়। পরবর্তীতে ওই অভিযোগের ভিত্তিতে স্থানীয় একটি দৈনিকে আমাদের মাদক ব্যবসায়ী সাজিয়ে সংবাদ প্রকাশ করা হয়। প্রকৃতপক্ষে আমিসহ অন্যান্য নেতা-কর্মীরা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ উল্যাহ ও ইউপি সদস্য শাহাদাত হোসেনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দলীয় পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধাগ্রহণের বিরুদ্ধে কথা বলায় তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ অভিযোগ করিয়েছেন। তিনি আরো বলেন, আমরা দলীয় নেতা-কর্মীরা শেখ হাসিনার নির্দেশিত মাদকমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে যখন মাদকের বিরুদ্ধে সামাজিক জনমত গড়ে তোলার কাজে নিজেদের সম্পৃক্ত করেছি তখনই এ অপপ্রয়াস প্রকৃত মাদক ব্যবসায়ীদের কাজে সহায়ক হিসেবে কাজ করছে। প্রকৃত মাদক ব্যবসায়ীদের আটক ও দলের নিরীহ নেতা-কর্মীদের এই অপপ্রচারের হাত হতে বাঁচাতে তিনি স্থানীয় প্রশাসন ও দলের ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।  
    সাংবাদিক সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ আব্দুস সাত্তার, মোঃ হোসেন, মোঃ সফিউল্লাহ ও মোঃ নূরুল ইসলামসহ এলাকার অর্ধশত গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।