• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৮, ০৮:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে দেশব্যাপী আয়োজিত তিন দিনব্যাপী (৪ থেকে ৬ অক্টোবর) ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন।
    উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্ভোধনী অনুষ্ঠানের পূর্বে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার স্থলে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মজুমদার পরান, মহিলা ভাইস চেয়ারম্যান পারবিন ইসলাম, থানা অফিসার ইনচার্জ  আলমগীর হোসেন রনিসহ সকল সরকারি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মেলায় মোট ৩৭টি স্টলে ৩৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌরসভা, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, হাজীগঞ্জ থানা, উপজেলা মৎস্য অফিস, উপজেলা প্রকৌশল অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা হিসাবরক্ষণ অফিস।
উপজেলা মহিলা বিষয়ক অফিস, ইউনিয়ন পরিষদ (সকল), ইউনিয়ন ডিজিটাল সেন্টার (সকল), উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রাণীসম্পদ অফিস, উপজেলা আইসিটি অফিস, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, একটি বাড়ি একটি খামার অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা আয়কর অফিস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস, উপজেলা বনবিভাগ, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, উপজেলা আনসার-ভিডিপি অফিস, ব্যাংক (সকল), ইসলামিক ফাউন্ডেশন, বীমা সংশ্লিষ্ট অফিসগুলোর আওতায় উপজেলা ও জাতীয় পর্যায়ের উন্নয়নের দিকগুলো তুলে ধরা হয় এই মেলায়।

সর্বাধিক পঠিত