• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ চাঁদপুর স্টেডিয়ামে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৮, ০০:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ ৪ অক্টোবর সারাদেশে একযোগে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হচ্ছে। চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে চাঁদপুর স্টেডিয়ামে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলাটি হবে অন্যান্য বছরের তুলনায় আড়ম্বরপূর্ণ এবং বড় পরিসরে। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও শেষ হয়েছে। আজ সকালে সারাদেশে একযোগে এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় উন্নয়ন মেলা হচ্ছে।
    আজ সকাল সাড়ে ৯টায় চাঁদপুর স্টেডিয়ামের সামনে থেকে মেলার বর্ণাঢ্য র‌্যালি বের হবে। শহর ঘুরে র‌্যালি মেলা প্রাঙ্গণ চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেবে। সকাল পৌনে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক গণভবন থেকে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।
    চাঁদপুর স্টেডিয়ামে মেলার আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি। সভাপতিত্ব করবেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। এছাড়া ধারাবাহিকভাবে অন্যান্য  অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্যে উন্মুক্ত থাকবে। মেলায় সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১শ’ ২৩টি স্টল থাকবে।

সর্বাধিক পঠিত