শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচন
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কামরুজ্জামান মিন্টু বিজয়ী
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম। কেন্দ্রগুলোতে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। ভোটারদের উপস্থিতি কম থাকায় অনেকটাই নির্বাচনী আমেজে ভাটা পড়ে। সকালে পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন নৌকা প্রতীকের প্রার্থী মোঃ কামরুজ্জামান মিন্টু। ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ ওবায়দুল হক মজুমদার চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। আনারস প্রতীকের প্রার্থী মোঃ বাবুল আক্তার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। নির্বাচনে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, বিজেবি, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
নির্বাচনে ১ লাখ ৬৮ হাজার ৭শ’ ৪৮ জন ভোটারের মধ্যে ৫৭ হাজার ৭শ’ ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোঃ কামরুজ্জামান মিন্টু (নৌকা) ৩২ হাজার ৮শ’ ৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওবায়েদুল হক মজুমদার (ধানের শীষ) ১৬ হাজার ৪শ’ ৩৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোঃ বাবুল আকতার (আনারস) ৭ হাজার ৭ ভোট পেয়েছেন। নির্বাচনে বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৪শ’। মোট বৈধ ভোটের সংখ্যা ৫৬ হাজার ২শ’ ৮৯টি।