• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে মনোনয়ন প্রত্যাশী রোমানের সমর্থনে ব্যাপক গণসংযোগ

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৮, ০০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমপি পুত্র অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের সমর্থনে নৌকা প্রতীকে ভোট চেয়ে গতকাল বুধবার উপজেলার শাহীবাজারে গণসংযোগ ও পথসভা করেছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপনের নেতৃত্বে আয়োজিত ওই গণসংযোগে দলীয় নেতা-কর্মী ও সমর্থক ছাড়াও এলাকাবাসী অংশ নেন।
    গতকাল বিকেলে আয়োজিত উক্ত কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীরা ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, রোমান ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগান তুলে শাহীবাজারে মিছিল শেষে পথসভায় মিলিত হন। এ পথসভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা সাইফুল ইসলাম রিপন।
    সাইফুল ইসলাম রিপন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা রক্ষার দাবি জানিয়ে তার বক্তব্যে বলেন, ফরিদগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে থাকা মনোনয়ন প্রত্যাশী রোমানের নেতৃত্বেই আমরা এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে জননেত্রীর সালাম জানিয়ে নৌকা প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছি ।
    এ সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ কাইয়ুম, ছাত্রলীগের সোহেল রানা, মোহাম্মদ আলী সুজন প্রমুখ।
    উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাশী রোমানের নির্দেশে উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রের জন্যে ইতিমধ্যে নৌকা প্রতীকে ভোট পাওয়ার স্বার্থে যুবফোর্স গঠনের পর থেকেই দলীয় নেতা-কর্মীরা নৌকার পক্ষে গণসংযোগ করে যাচ্ছেন।

সর্বাধিক পঠিত