• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাসের সহধর্মিণীর সুস্থতা কামনায় প্রার্থনা

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৮, ০০:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের কৃতী সন্তান মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাসের সহধর্মিণী মিনু রাণী দাসের সুস্থতা কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
    গত ২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রম প্রাঙ্গণে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে ও চাঁদপুর শহর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যবস্থাপনায়  আয়োজিত সভায় পৌরোহিত্য করেন মন্দিরের পুরোহিত বাসুদেব গোস্বামী। প্রার্থনা সভার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মিনু রাণী দাস একজন পরোপকারী মানুষ। তিনি তাঁর সুস্থ জীবনে বহু মানুষের কল্যাণে কাজ করেছেন। আজ তিনি অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় তিনি এখন বিছানায় শায়িত। উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে ভারতসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। আমরা সকলে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করছি, তিনি যেনো রোগ থেকে আরোগ্য পান এবং আমাদের মাঝে ফিরে আসেন।
    প্রার্থনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা ঐক্য পরিষদ নেতা মুক্তিযোদ্ধা অজিত সাহা, তপন সরকার, মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বিবেক লাল মজুমদার, পরেশ মালাকার, তপন মজুমদার, অজয় কৃষ্ণ মজুমদার, নীলা মজুমদার, কৃষ্ণা সাহা, চন্দনা চক্রবর্তী, অঞ্জনা কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর শহর কমিটির সভাপতি রোটাঃ রিপন সাহা, সিনিয়র সহ-সভাপতি লিটন সাহা, সহ-সভাপতি সুবল ঘোষ, প্রদীপ রায়, তাপস দত্ত, মলয় দাস গুপ্ত, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সাহা, প্রীতম সাহা, বিশ্বজিৎ ঘোষ, মৃদুল দাস, সাংগঠনিক সম্পাদক রনি পোদ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন সাহা, অর্থ সম্পাদক কাকন সরকার, প্রচার সম্পাদক বিশ্বনাথ ঘোষ, যুব বিষয়ক সম্পাদক সীমান্ত সাহা প্রমুখ। সভায় বহু ভক্তের উপস্থিতি পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মিনু রাণী দাসের আরোগ্য কামনা করে চাঁদপুর লোকনাথ শিব সংঘের শিল্পীদের পরিবেশনায় হরিনাম কীর্তনও পরিবেশন করা হয়।