হাজীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জে সকল ইউনিয়নে পর্যায়ক্রমে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় গতকাল বুধবার উপজেলার ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাইনুদ্দিন।
তিনি বলেন, নির্বাচনে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই, কোনো অপপ্রচারে কান দিবেন না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশের শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, সামাজিক নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। যার প্রমাণ গত ৯ বছরে আপনারা পেয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রোটাঃ আলী আশ্রাফ দুলালের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল ও আলহাজ¦ মোঃ সেলিম মিয়া, কোষাধ্যক্ষ আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সফিকুল ইসলাম মীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম সোহেল প্রমুখ।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন মাস্টার, মির্জা কামাল, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মির্জা শিউলি পারভীন মিলি, ইউনিয়ন যুবলীগের সভাপতি (পূর্বাঞ্চল) ওমর ফারুক খান, সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানীয়া সুমন, যুবলীগ সভাপতি (পশ্চিমাঞ্চল) মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক শাহীন মুন্সী, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন বেপারী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আলম প্রমুখ।