• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দৈনিক কালজয়ী’র বিশেষ প্রতিনিধি হলেন কবির হোসেন মিজি

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৮, ০০:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 দৈনিক কালজয়ী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইম্সের সিনিয়র স্টাফ করেসপন্ডেট কবির হোসেন মিজি।
    কবির হোসেন মিজি দীর্ঘদিন ধরে ঢাকা ও কুমিল্লা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক কালজয়ী পত্রিকায় কাজ করে আসছেন। গত ১ অক্টোবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান রাতুল পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কবির হোসেন মিজিকে নিয়োগ দিয়ে পরিচয়পত্র তার কাছে প্রেরণ করেন।
    উল্লেখ্য, কবির হোসেন মিজি সাংবাদিকতা ছাড়াও দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় পত্রিকায় লেখালেখি করে আসছেন। তার লেখা গানে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল কণ্ঠ দিয়েছেন। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে তার লেখা গান প্রচারিত হয়েছে।
    তিনি যেনো তার এ নতুন অগ্রযাত্রায় সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করতে পারেন সেজন্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।