• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতীয় শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৮, ০০:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় শ্রমিকলীগ চাঁদপুর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বুধবার বিকেলে শহরের নতুনবাজারস্থ বিদ্যুৎ শ্রমিক লীগ ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি নূরুল ইসলাম মিয়াজীর সভাপ্রধানে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এনায়েত উল্লাহ ঢালী, ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, জেলা শ্রমিকলীগের সাবেক কোষাধ্যক্ষ উত্তম কুমার, বিদ্যুৎ শ্রমিক লীগ ১৫০ মেগাওয়াটের সভাপতি হাবিব উল্লাহ, সদর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিয়াজী, হাইমচর উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া, কচুয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহআলম, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মতলব দক্ষিণ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রনি, হাজীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি গাজী নূর আহমেদ, জেলা কমিটির সদস্য ইমান হোসেন প্রমুখ।
    সভায় বক্তারা সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে সম্মেলন করার প্রতি বেশি গুরুত্বারোপ করেন। এছাড়া ১২ অক্টোবর শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে যিনি আসবেন তার পক্ষে সবাই কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন।

 

সর্বাধিক পঠিত