নিজ উদ্যোগে পুরাণবাজার ডিগ্রি কলেজে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান
শেখ হাসিনা আমাদেরকে তথ্যপ্রযুক্তিতে বিশ্ব নাগরিক হবার এবং জ্ঞান অর্জনের অসীম সুযোগ তৈরি করে দিয়েছেন : ডাঃ দীপু মনি এমপি
চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলেজ ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে মাল্টিমিডিয়া ক্লাসের উদ্বোধন এবং ব্যক্তিগত পক্ষ থেকে কলেজের জন্যে ৩টি মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করেন কলেজ গভর্নিংবডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
ডাঃ দীপু মনি তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দিয়েছে। তিনি আমাদেরকে তথ্যপ্রযুক্তিতে বিশ^ নাগরিক হবার এবং নিজেকে গড়বার জন্যে জ্ঞান অর্জনের অসীম সুযোগ তৈরি করে দিয়েছেন। আজকে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে বিশে^র সাথে যুক্ত। এসব অতীতে কোনো সরকারের সময় হয়নি, শেখ হাসিনার সরকার করেছেন। আগের সরকারের সময় সাবমেরিন স্থাপনের সুযোগ ছিলো, সেটিও তারা গ্রহণ করেনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা কলেজে পড়ছ তাদের অনেকেই ভোটার। তোমাদের সচেতন হতে হবে। শিক্ষাজীবনের সকল সুযোগ-সুবিধায় সমৃদ্ধ থাকতে শেখ হাসিনার সরকারই তো তোমাদের দরকার।
ডাঃ দীপু মনি বলেন, তিন মাস পর আমাদের জাতীয় নির্বাচন। আমি আশা করি চাঁদপুর-হাইমচরের মানুষ আমাকে আবার সুযোগ দেবে তাদের জন্যে কাজ করবার। শিক্ষার্থীদের বাবা-মার কাছে তার সালাম জানিয়ে নৌকায় ভোট চাওয়ার অনুরোধ পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি। তিনি পুরাণবাজার ডিগ্রি কলেজের জন্যে আরো যা যা কাজ করা দরকার তা করা হবে বলেও আশ^াস দেন। পরে ডাঃ দীপু মনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল সালাহ্উদ্দিন আল মুরাদ জি, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ জাহাঙ্গীর আখন্দ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপ্রধান কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার। সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ও হাবিবুর রহমান পাটওয়ারীর পরিচালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন কলেজ গভর্নিংবডির সদস্য ও চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, ডাঃ এসএম মুস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, বর্তমান সভাপতি আতাউর রহমান পারভেজ, পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ, পুরাণবাজার কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবসহ দলীয় অন্য নেতৃবৃন্দ। এছাড়া শিক্ষকম-লী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।