• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বর্ণাঢ্য আয়োজনে কাল চাঁদপুর স্টেডিয়ামে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৮, ১০:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামীকাল ৪ অক্টোবর সারাদেশে একযোগে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হচ্ছে। চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে চাঁদপুর স্টেডিয়ামে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলাটি হবে অন্যান্য বছরের তুলনায় আড়ম্বরপূর্ণ এবং বড় পরিসরে। সে অনুযায়ী প্রশাসনও প্রস্তুতি নিচ্ছে। এদিকে এ মেলার গুরুত্বকে প্রাধান্য দিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান গত ১ অক্টোবর চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ভিডিও কনফারেন্স করেছেন। চাঁদপুরের জেলা প্রশাসকসহ ১১টি জেলার জেলা প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাগণ ওই ভিডিও কনফারেন্সের সাথে যুক্ত ছিলেন। বিভাগীয় কমিশনার এ মেলার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য রাখেন। তিনি এবারের মেলাকে অত্যন্ত বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন। প্রতিটি স্টলে যাতে উদ্ভাবনী চিন্তা-ভাবনার প্রকাশ থাকে সেভাবে স্টলগুলোকে যাতে সাজানো হয় সে পরামর্শ তিনি দেন।
    আগামীকাল সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ইলিশ চত্বর পর্যন্ত আসবে। এরপর মেলা প্রাঙ্গণে চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন। সকাল পৌনে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক গণভবন থেকে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।
    চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি। সভাপতিত্ব করবেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। এছাড়া ধারাবাহিকভাবে অন্যান্য  অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্যে উন্মুক্ত থাকবে। মেলায় সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক স্টল থাকবে।

 

সর্বাধিক পঠিত