৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
আগামীকাল ৪ অক্টোবর চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। তিনি বলেন, চাঁদপুর জেলায় ৪র্থ উন্নয়ন মেলা-২০১৮ আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর পর্যন্ত চলবে। এবারের উন্নয়ন মেলা হবে ভিন্ন আঙ্গিকে। তিন দিনব্যাপী এ মেলা চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কিন্তু এবারের মেলার গুরুত্ব অনেক বেশি। সরকারের গৃহীত উন্নয়ন কর্মকা-গুলো জনগণকে জানানোর জন্যই এ মেলায় ব্যাপক আয়োজন থাকছে এবার। এজন্যে চাঁদপুর জেলার সকল বিভাগের উন্নয়ন চিত্র তুলে ধরার জন্যে পৃথক পৃথক স্টল থাকতে হবে। স্টলগুলো স্ব-স্ব বিভাগের কর্মকা-, সরকারের উন্নয়ন ও বিভিন্ন পর্যায়ে যাদের পুরস্কারের অর্জিত ক্রেস্ট তাদের পরিচয় ও অবস্থান তুলে ধরতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী চিত্র তুলে ধরতে হবে। তিনি উন্নয়ন মেলা সফল করার জন্যে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মরত শিক্ষকবৃন্দকে মেলায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রত্যেকে ৫ হাজার করে লোক আনতে হবে। সরকারের ১০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পদাক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বাপন মাহমুদ, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হযরত আলী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, শাহমাহমুদপুর ইউপি সচিব এমএ কুদ্দুস রোকন আখন্দ প্রমুখ। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।