• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডাঃ দীপু মনি

নির্বাচন খুব কাছাকাছি, তোমাদের বাবা-মাসহ পরিবারের সকলের কাছে আমার সালাম পৌঁছে দেবে

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৮, ১০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘চাঁদপুর সরকারি কলেজের প্রতি আমার একটু আলাদা দুর্বলতা রয়েছে। এটি আমি আমার নিজের একটি প্রতিষ্ঠান ভাবি। আমার মা এ কলেজের শিক্ষার্থী ছিলেন। আমাদের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী এ কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি শুধু আমাদের নেতাই নন, জাতির জনক বঙ্গবন্ধুরও নেতা ছিলেন। তাই নানা দিক দিয়ে গুরুত্ব বিবেচনায় এ কলেজের প্রতি আমার ভিন্নমাত্রার মায়া জন্মে আছে। এর সুখ-দুঃখে সাথে সাথে সাড়া না দিয়ে পারি না।’
    চাঁদপুর সরকারি কলেজকে নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি। তিনি গতকাল মঙ্গলবার সকালে কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধনকালে এ বক্তব্য রাখেন। এ সময় তিনি হাজারো শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচন খুব কাছাকাছি। তোমাদের প্রত্যেকের বাসা-বাড়িতে যাওয়া হয়ত আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই তোমরা আমার সালাম তোমাদের বাবা-মাসহ আত্মীয়-স্বজনের কাছে পৌঁছে দিবে। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন, এ দশ বছরে তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজের উন্নয়ন, সর্বোপরি চাঁদপুরের উন্নয়ন চিত্র তুলে ধরবে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের কাছে আমি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি।
    উদ্বোধন অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসাইন। উপস্থাপনায় ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক রূপক রায়। অনুষ্ঠানে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদকসহ শিক্ষকম-লী উপস্থিত ছিলেন। ডাঃ দীপু মনি এ অনুষ্ঠান ছাড়াও কলেজে বৃক্ষ রোপণ, গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ উদ্বোধন এবং বিএনসিসির ব্যাটালিয়ান ক্যাম্পিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, ডাঃ দীপু মনি কলেজ ক্যাম্পাসে গিয়ে পৌঁছলে কলেজের বিএনসিসির চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।