• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনির সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর শহর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৮, ১০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির সাথে নবগঠিত হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর শহর শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ১ অক্টোবর সোমবার রাতে ডাঃ দীপু মনির নতুনবাজারস্থ বাসভবনে গিয়ে সংগঠনের সভাপতি রোটাঃ রিপন সাহা ও সাধারণ সম্পাদক ভাস্কর দাসের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী তাঁর সাথে এ সৌজন্য সাক্ষাতপূর্বক মতবিনিময় করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
    ডাঃ দীপু মনি এমপি এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আপ্যায়ন করান এবং সাংগঠনিক কার্যক্রমে তাঁর সহযোগিতা থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সমাজ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। এ সময় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর শহর শাখার সিনিয়র সহ-সভাপতি লিটন সাহা, সহ-সভাপতি প্রদীপ রায়, সুবল ঘোষ, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সাহা, কাকন সরকার, রনি পোদ্দার, বিশ্বজিৎ ঘোষ, সাংগঠনিক সম্পাদক সুজন সাহা, ছাত্রবিষয়ক সম্পাদক সীমান্ত সাহা, কার্যকরী সদস্য বিমান সাহা, বিশ্বনাথ ঘোষ, জনার্ধন মজুমদার, বাপ্পী ম-লসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।