• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক সমাবেশের উদ্বোধন পর্ব

সাংবাদিকদের কাছে দেশ ও জাতি অনেক কিছু প্রত্যাশা করে : মেয়র নাছির উদ্দিন আহমেদ

সাংবাদিকতা একটি দুঃসাহসিক এবং আস্থার পেশা : জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৮, ০৮:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে অন্যান্য বছরের ন্যায় এবারও অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। উদ্বোধন পর্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।
    বিকেলে সমাবেশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। সন্ধ্যা পর্যন্ত সাংবাদিকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন ডাঃ দীপু মনির বক্তব্য শোনার জন্যে। সন্ধ্যা ৬টায় দীপু মনি তাঁর বক্তব্য রাখেন। সাংবাদিকরা তাঁর দীর্ঘ বক্তব্য শুনে মুগ্ধ হন।
    জেলার সর্বস্তরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকের উপস্থিতিতে এ সমাবেশ রূপ নেয় স্থানীয় সাংবাদিকদের এক অভূতপূর্ব মিলনমেলায়। আয়োজনকে কেন্দ্র করে প্রতিটি উপজেলা এবং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে সংবাদকর্মীরা ছুটে আসেন চাঁদপুর প্রেসক্লাবে। সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ আয়োজনের। পবিত্র কোরআন তেলাওয়াত এবং সমবেত স্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধন পর্বের কার্যক্রম। আয়োজনের শুরুতে চাঁদপুরের প্রয়াত সকল সাংবাদিক এবং তাদের আত্মীয়স্বজনের রুহের মাগফেরাত কামনাসহ অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। কোরআন তেলাওয়াত এবং দোয়া ও মোনাজাত করেন চাঁদপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।
    চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মির্জা জাকিরের পরিচালনায় উদ্বোধকের বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত স্বপ্ন ছিলো সুখী-সমৃদ্ধ একটি বাংলাদেশ। যা স্বাধীনতার এতোদিন পরেও আমরা পাইনি। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। যার ফলে আমরা এখন বিশ্বের বুকে আত্মনির্ভরশীল একটি জাতি। এভাবে চলতে থাকলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অচিরেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।  
    তিনি আরো বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা। দেশ ও জাতি এ পেশার মানুষের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। সাংবাদিক ও রাজনীতিকরা হলো একে অপরের পরিপূরক। তাই সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ, আপনারা খারাপ কাজের সমালোচনা করার পাশাপাশি ভালো কাজের প্রশংসাও করবেন। আর এটি হলো আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব। সত্য প্রকাশে আপনারা অবিচল থাকবেন। তিনি বলেন, অভিজ্ঞতা বিনিময় যে কোনো পেশাকে অনেক বেশি সমৃদ্ধ করে এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই জেলার সর্বস্তরের সাংবাদিক নিয়ে আজকের এ আয়োজন প্রশংসার দাবি রাখে। আমি আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    প্রধান আলোচকের বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বলেন, সাধারণ মানুষের কাছে সাংবাদিকতা একটি দুঃসাহসিক, গুরুত্বপূর্ণ ও আস্থার পেশা। সাংবাদিকদের লিখনীর মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়। প্রশাসনের কাজ অনেক সহজ হয়। বর্তমানে তথ্য-প্রযুক্তির এ যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক শক্তিশালী হচ্ছে। কিন্তু এরপরেও পত্র-পত্রিকার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আছে। তিনি বলেন, আমাদের ইতিহাস-ঐতিহ্য, ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতাসহ সকল অর্জনের পেছনে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের যেমনিভাবে দায়িত্ব আছে, ঠিক তেমনি সাংবাদিকদের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। সরকারের বিরুদ্ধে লিখলেই জনপ্রিয়তা অর্জন হয় না, এজন্য প্রয়োজন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। কারণ, ভুল সংবাদ পরিবেশনে মানুষ বিভ্রান্ত হয়। বর্তমান সরকার তথ্য-প্রযুক্তির যে আইন করতে যাচ্ছে তা সাংবাদিকদের কল্যাণেই। এটি নিয়ে সাংবাদিকদের সাথে সরকারের আলাপ-আলোচনা চলছে। আমি বিশ্বাস করি সাংবাদিকদের দাবির প্রতি সামঞ্জস্য রেখে এ আইন করা হবে।
    তিনি আরো বলেন, চাঁদপুর প্রেসক্লাব তথা চাঁদপুরের সাংবাদিকদের দেশজুড়ে সুনাম রয়েছে। আমি চাই এ সুনাম এবং ঐতিহ্য অটুট থাকুক। আমাদের গর্বের জায়গা যেনো নষ্ট না হয়। তাই এখানকার সিনিয়র সাংবাদিকরা নতুনদের সাথে অভিজ্ঞতা আদান-প্রদান করবেন এবং বেশি বেশি করে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। আজকের এ আয়োজনের জন্যে আমি চাঁদপুর প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই।
    উদ্বোধন পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন ও শাহ মোহাম্মদ মাকসুদুল আলম।
    বেলা ১২টায় শুরু হয় সাংবাদিক সমাবেশ উপলক্ষে লিখিত প্রবন্ধ পাঠ ও উন্মুক্ত আলোচনা। চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের সভাপ্রধানে ও সাবেক সভাপতি শরীফ চৌধুরীর পরিচালনায় এ পর্বে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা। পরে এ প্রবন্ধের উপর উন্মুক্ত আলোচনায় মতামত তুলে ধরেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, জিএম শাহীন, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সাংবাদিক মিজান লিটন, রোকনুজ্জামান রোকন, মহিউদ্দিন আল আজাদ, রকিবুল ইসলাম, শামসুজ্জামান ডলার, প্রবীর চক্রবর্তী, কামরুজ্জামান টুটুল, দেলোয়ার হোসেন, শাওন পাটওয়ারী, মাসুদ রানা, আতাউর রহমান সোহাগ প্রমুখ।