• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দুপক্ষের উত্তেজনা

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৮, ০৮:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া উপজেলায় একই স্থানে কাওমী পন্থী ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে গত ক’দিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিলো। ফলে গত ২৯ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে উভয় গ্রুপকে চিঠি দিয়ে মাহফিল না করার জন্য অনুরোধ করা হয়। গতকাল ১ অক্টোবর রহিমানগর উত্তর বাজারে এ নিয়ে পুনরায় চরম উত্তেজনা দেখা দেয়।
    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর বুধবার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে কাওমী পন্থী এবং ২, ৩, ৪ অক্টোবর আহলে সুন্নাত ওয়াল জামায়াত একই স্থানে ওয়াজ মাহফিলের আয়োজন করে। প্রশাসন উভয় গ্রুপকে মাহফিল না করতে চিঠি দেয়। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাওমী পন্থীরা সম্মেলন করার প্রস্তুতির লক্ষ্যে ওই মাঠে কার্যক্রম শুরু করলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোকজন এ কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রহিমানগর থেকে কচুয়া যাওয়ার প্রধান সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেল আলম, কচুয়া থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল থানার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার অবরোধ শীতল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
    এদিকে মাহফিলকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়ায় ইতিপূর্বে চাঁদপুরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে উভয় পক্ষের ওয়াজ-মাহফিল বন্ধ রাখার জন্যে একটি নোটিস জারি করা হয়। যার স্মারক নং-০৫.৪২.১৩০০.০০৮.০৫.০২০.১৮.১১২৩/২(৫), তারিখ-২৯/০৯/২০১৮ খ্রিঃ।
    এ নোটিস পেয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওয়াজ মাহফিল কার্যক্রম স্থগিত করলেও কাওমী পন্থীরা সে নোটিস উপেক্ষা করে সম্মেলন করার প্রস্তুতি কার্যক্রম শুরু করলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রাস্তা অবরোধ করে।
    এ প্রতিবাদের খবর পেয়ে গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক মোঃ  মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষের দুইজন করে ৪ জনকে নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। সমঝোতা বৈঠকে আলোচনা শেষে ৩ অক্টোবর শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন থাকায় উভয়  গ্রুপের ওয়াজ-মাহফিল সাময়িকভাবে স্থগিত করা হয়। পরবর্তীতে কাওমী আকিদার লোকজন উক্ত স্থানে ওয়াজ-মাহফিল করতে চাইলে আবেদন সাপেক্ষে জেলা প্রশাসক বিষয়টি সুবিবেচনার আশ^াস প্রদান করেন।

    সমঝোতা বৈঠকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, পুলিশ সুপার (সার্কেল) রাসেল আলম, কচুয়া থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান ও সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত