• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৮, ০৮:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১ অক্টোবর ২০১৮ জাতিসংঘ কর্তৃক ঘোষিত ২৮তম আন্তর্জাতিক প্রবীণ দিবস চাঁদপুরে যথাযথভাবে পালিত হয়েছে। বাংলাদেশে ৬০ বছর এবং তদুর্ধ্ব বয়সীরা হচ্ছেন প্রবীণ। মহামান্য রাষ্ট্রপতি এদেরকে ‘সিনিয়র সিটিজেন’ হিসেবে ঘোষণা করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষের ফলে দেশে মৃত্যুর হার কমে গিয়ে প্রবীণ জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। বিশে^ প্রবীণ জনসংখ্যা বেড়ে গিয়ে প্রায় ২শ’ কোটি হয়েছে। বাংলাদেশে এদের সংখ্যা প্রায় ১ কোটি ৫০ হাজার। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, চাঁদপুর জেলা শাখা চাঁদপুর রোটারী ক্লাবে এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এই সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ডাঃ মুস্তাফিজুর রহমান, অধ্যাপক আহছানুজ্জামান, ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন, ফারহানা আমিন প্রমুখ।
    বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া বিচ্ছিন্ন, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, অসহায় ও ভাগ্যবিড়ম্বিত লিঙ্গ, বর্ণ, গোত্র, ধর্মের নাগরিকদের কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে। প্রবীণরা পূর্বে ১শ’ টাকা করে ভাতা পেত। বর্তমান সরকার ৫শ’ টাকা করে প্রবীণদের ভাতা দিচ্ছে। চাঁদপুর জেলায় প্রায় ৩৫ হাজার প্রবীণ এ ভাতা পাচ্ছে।
    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সকল প্রবীণ নাগরিকের জন্য পেনশন দেয়ার প্রস্তাব করা হয়েছে। তাছাড়া প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন সামাজিক মর্যাদা ও গুরুত্ব দিয়ে বাংলাদেশে ১ কোটি ৪০ লক্ষ  প্রবীণকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে। আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমান প্রবীণবান্ধব সরকার প্রস্তাবগুলো আমলে নিয়ে আন্তরিক ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে। এতে করে দেশের প্রবীণরা ভালো থাকবেন এবং সমাজের উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
   

সর্বাধিক পঠিত