চাঁদপুরে বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভায় মমিন উল্লাহ পাটওয়ারী বীরপ্রতীক
যার মন ভালো থাকে তার হার্ট ভালো থাকে
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে গিয়ে সমাপ্ত হয়। সংগঠনের সভাপতি ডাঃ মোঃ একিউ রুহুল আমিনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ডাঃ বিশ^নাথ পোদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের সাবেক সচিব, বীর মুক্তিযোদ্ধা মমিন উল্লাহ পাটওয়ারী বীর প্রতীক। এ সময় তিনি বলেন, হার্টের অর্থ হলো হৃদয়। তাকে চোখে দেখা যায় না, অনুভব করা যায়। চাঁদপুর ইলিশের রাজধানী। এখানে সবাই ইলিশ খেয়ে থাকে। কিন্তু হার্টের কথা কেউ চিন্তা করে না। হার্টের সমস্যা দেখা দিলে রিং লাগানো, হার্টের পরীক্ষা নিরীক্ষা করানো হয়। প্রতিটি মানুষের মধ্যে হার্ট রয়েছে। কারো হার্ট সুস্থ, কারো হার্ট দুর্বল। এটা রক্ত সঞ্চালন করে। এর কারণে একে অপরকে ভালোবাসি। আমাদের হৃদয়কে সুস্থ রাখতে হবে। যার মন ভালো থাকে তার হার্ট ভালো থাকে। আর এজন্যে ধূমপান ও চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, কাজী শাহাদাত, সুভাষ চন্দ্র রায়, মোস্তাক হায়দার চৌধুরী, ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান, তমাল কুমার ঘোষ, অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, প্রকৌশলী দেলোয়ার হোসেন, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু প্রমুখ।