• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকার মহাসমাবেশে বক্তাগণ

সংখ্যালঘু নির্যাতনকারীদের মনোনয়ন দিলে ভোট দেবো না

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বদানকারী বৃহৎ সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ১টায় আয়োজিত এ বিশাল সমাবেশে বক্তাগণ বিগত সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন, দেবালয়সহ বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, সম্পত্তি আত্মসাৎ, জবর দখলসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, আগামী নির্বাচনে  সংখ্যালঘুদের স্বার্থবিরোধী, নির্যাতনকারী, ভূমিদস্যু কাউকে মনোনয়ন দেবেন না। যদি দেন তাহলে ভোট দেবো না। নির্বাচনী ইশতেহারে যে দল বা জোট সংখ্যালঘুদের প্রাণের দাবি ৫ দফার পক্ষে অঙ্গীকার ঘোষণা এবং  সুস্পষ্ট প্রতিশ্রুতি ব্যক্ত করবে তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। বক্তাগণ জনসংখ্যার আনুপাতিক হারে ধর্মীয় জাতিগত সংখ্যলঘুদের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আন্তরিক হওয়ার জন্যে  রাজনৈতিক দল ও জোটসমূহের প্রতি আহ্বান জানান। তারা  নির্বাচনের আগে বা পরে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ নির্যাতনকারীদের দল থেকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান। বক্তাগণ মুক্তিযুদ্বের স্বপক্ষ শক্তিকে নির্বাচিত করাসহ তাদের দাবি মেনে নেয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
    মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক প্রফেসর ড. আনিছুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডঃ সুলতানা কামাল,  ড. শাহরিয়ার কবীর,  ড. নিম চন্দ্র ভৌমিক, সংসদ সদস্য পংকজ দেবনাথ প্রমুখ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ রানা দাস গুপ্ত ৫ দফা দাবির ঘোষণাপত্র পাঠকালে উপস্থিত মানুষজন তুমুল করতালির মাধ্যমে তাতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সংখ্যালঘুদের সংগঠনসমূহের জাতীয় সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য উষাথুন তালুকদার।
    দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রন্জিৎ রায় চৌধুরীর নেতৃত্বে সকাল ৭টায় এবং চাঁদপুর শহর কমিটির সভাপতি রোটাঃ রিপন সাহা, সিনিয়র সহ-সভাপতি লিটন সাহা, সহ-সভাপতি সুবল ঘোষ, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সাহার নেতৃত্বে সকাল ৯টায় হাজারো নেতা-কর্মী লঞ্চযোগে ঢাকার মহাসমাবেশে মিছিল সহকারে যোগদান করেন। এছাড়াও কচুয়া, হাজীগঞ্জ, মতলব, শাহরাস্তি,  হাইমচর, ফরিদগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা-কর্মীরা তাদের সুবিধামত সময়ে রওনা দিয়ে যথাসময়ে মহাসমাবেশে যোগদান করেন।