• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ২৯তম অভিষেক অনুষ্ঠান

সেবার মাধ্যমে মানুষের ভালবাসা পাওয়া সবচেয়ে সহজ : লেখক ও সাংবাদিক আনিসুল হক

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সেবার মাধ্যমে মানুষের ভালবাসা পাওয়া সবচেয়ে সহজ। কিন্তু আমরা সেখান থেকে এখনো অনেক দূরে। তবে রোটারীর মতো অনেক প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে নিজের কাজগুলো দায়িত্বের সাথে করলে সমাজের কোনো অসঙ্গতি আর হতাশা থাকতো না। শুক্রবার রাতে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ২৯তম অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দেশবরেণ্য লেখক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এ কথাগুলো বলেন। এর আগে সেন্ট্রাল রোটারী ক্লাবের পক্ষ থেকে  দরিদ্র ১০জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং পেশাগত জীবনে বিভিন্ন পর্যায়ে অবদানের জন্য সরকারি বেসরকারি আরও ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।  এই বৃত্তি ও সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুল হক।
    সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি নূরুল আমিন খান আকাশের সভাপ্রধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রখ্যাত গীতিকার কবির বকুল, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডাঃ মোঃ একিউ রুহুল আমিন, ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ বাবু লাল কর্মকার, রোটাঃ শেখ মনির হোসেন বাবুল, রোটাঃ জামাল হোসেন, রোটাঃ আব্দুল বারী জমাদার, রোটাঃ বিশ^নাথ পোদ্দার, রোটাঃ মোস্তাক আহমেদ, রোটাঃ আলমগীর পাটোয়ারী, ক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সবশেষে ঢাকা ও চাঁদপুরের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বাধিক পঠিত