• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রহিমানগরে সুন্নী-ওহাবী মাহফিল নিয়ে উত্তেজনা ॥ প্রশাসনের নির্দেশে উভয় মাহফিল স্থগিত

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনৈক মাওঃ ইয়াহ্ইয়ার আহ্বানে ওহাবী পন্থীদের ওয়াজ মাহফিল আগামী ৩ অক্টোবর হওয়ার কথা ছিলো। এদিকে ২, ৩ ও ৪ অক্টোবর একই স্থানে ইসলামী সুন্নী মহাসম্মেলন করার প্রস্তুতি নেয় কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতসহ সমমনা সংগঠন। একই তারিখে একই সময় একই স্থানে ধর্মীয় বিবদমান দুটি গ্রুপ মাহফিল আহ্বান করায় প্রশাসন আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় উভয় মাহফিল স্থগিত রাখতে উভয় কর্তৃপক্ষকে চিঠি দেয়।
    প্রশাসনের এ চিঠির প্রেক্ষিতে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে উল্লেখিত তারিখগুলোতে কোনো পক্ষেরই মাহফিল হচ্ছে না। তবে মাওঃ ইয়াহ্ইয়ার আহ্বানে ওহাবী পন্থীদের মাহফিল ৩ অক্টোবর রহিমানগর এলাকায় অন্য জায়গায় হবে বলে শোনা যাচ্ছে। এ নিয়েও এলাকায় সুন্নী ও ওহাবী পন্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
    এদিকে ২, ৩ ও ৪ অক্টোবরের সুন্নী সম্মেলনকে সফল করতে গতকাল শনিবার বিকেলে রহিমানগর উত্তর বাজার সিরাজুম্মুনির (সাঃ) সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে সমাবেশ করার আয়োজন করেও পরে স্থগিত করা হয়। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত ও ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মাওঃ নূরুল আলম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহপুর দরবার শরীফের খাদেম মাওঃ আলমগীর শাহ, কালিয়াপুর দরবার শরীফের খাদেম মাওঃ আবুল কালাম আজাদ, মাস্টার আঃ হক, হাফেজ মাওঃ মফিজুল ইসলাম আল কাদেরী, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সাবেক সভাপতি ফখরুদ্দিন, উপজেলা সভাপতি ইব্রাহিম ইকবাল প্রমুখ।
    সমাবেশে বক্তারা বলেন, আমরা আগামী ২,৩ ও ৪ অক্টোবর রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী সুন্নী মহাসম্মেলন করার জন্যে মাননীয় ডিসি সাহেবের বরাবর দরখাস্তের মাধ্যমে অনুমতি চেয়েছিলাম। কিন্তু আমাদের প্রতিপক্ষ ওহাবী, জামায়াত একই মাঠে ৩ অক্টোবর আরেকটি সম্মেলনের আয়োজন করে। ডিসি সাহেব আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উক্ত মাঠে উভয় পক্ষকে মাহফিল না করার জন্যে চিঠি দেন। যার স্মারক নাম্বার- ০৫.৪২.১৩০০.০০৮.০৫.০২০.১৮.১১২৩/২(৫), তারিখ-২৯/০৯/২০১৮। এরই প্রেক্ষিতে আজ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা, কালিয়াপুর দরবার শরীফ, শাহপুর দরবার শরীফের যে যৌথ সমাবেশ হওয়ার কথা ছিলো না করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তা স্থগিত করা হয়।

সর্বাধিক পঠিত