• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল শনিবার হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাইনুদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন আসলে অনেক অতিথি পাখি দেখা যায়। অনেকেই অনেক কথা বলেন, তারা দলের ভেতর বিভাজন তৈরি করার চেষ্টা করেন। আমরা বর্তমান এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি।
    বাকিলা ইউনিয়ন পরিষদের সামনে মাঠে অনুষ্ঠিত বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারীর সভাপ্রধানে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, সহ-সভাপতি আলহাজ¦ মোঃ সেলিম, ৫নং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সফিকুর রহমান মীর ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল।
    আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কাজল, আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, ইউপি সদস্য মানিক মিয়াজী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, সাবেক সহ-সভাপতি নাজমুল আলম নয়ন, বর্তমান আহ্বায়ক ইব্রাহিম খান রনি ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসমাঈল হোসেন।
    ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, প্রচার সম্পাদক শাহজামাল, হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, উপজেলা যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আলম, বাকিলা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ডাঃ অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, ইউনিয়ন যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বোরহান মিয়াজী প্রমুখ।
    সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ও ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত