• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের ব্রিফিং অনুষ্ঠান

কমিউনিটি পুলিশিং থাকবে টহল সদস্য থাকবে না, এটা হবে না : পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম

প্রকাশ:  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ ব্রিফিং শুক্রবার সকালে চাঁদপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠান উদ্বোধন করেন পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিংয়ের প্রধান উপদেষ্টা মোঃ জিহাদুল কবির পিপিএম। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি দেশের কয়েকটি জেলায় চাকুরি করেছি। সেখানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম দেখেছি। তবে অন্য জেলার তুলনায় চাঁদপুরের কমিউনিটি পুলিশিং শক্তিশালী। এ কারণে চাঁদপুরবাসী নিরাপদে ঘুমোতে পারেন। অনেক সময়  কিছু কিছু ঘটনা ঘটে, যা অনাকাক্সিক্ষত। আর ভালোর মধ্যে কিছু খারাপ লোকও থাকে। তাদের জন্যেই এ ধরনের ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে আমরা সোচ্চার।  
    তিনি আরো বলেন, টহল সদস্যরা সারারাত পাহারা দিচ্ছেন, এটা একটা পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে পুলিশের সহযোগিতা নিতে হবে। আর যেসব এলাকায় টহল সদস্য নেই, সেখানে দ্রুত টহল সদস্য নিতে হবে। কমিউনিটি পুলিশিং থাকবে টহল সদস্য থাকবে না, এটা হবে না। সকল অঞ্চলে এখন থেকে আমার অফিসাররা তদারকি করবেন। যদি কোনো টহল সদস্যদের অনিয়ম পাওয়া যায়, তাহলে তার শাস্তি হবে দ্বিগুণ। টহল সদস্যদের কাজ গতিশীল করতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
    চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিশ) রবিউল ইসলাম শামীমের সভাপ্রধানে ও চাঁদপুর মডেল থানার  কমিউনিটি পুলিশিং অফিসার মোহাম্মদ হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ মোঃ একিউ রুহুল আমিন, পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, অঞ্চল-১০-এর সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী প্রমুখ।
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওঃ আবদুস সালাম। উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সূফি খায়রুল আলম খোকন, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌর কমিটির সাধারণ সম্পাদক রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, সহ-সভাপতি রোটাঃ মোঃ জামাল হোসেন, রোটাঃ মোঃ মিজানুর রহমান খান, অঞ্চল-৬-এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন, কমিউনিটি পুলিশিং অঞ্চল-১-এর সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ জাহাঙ্গীর, কমিউনিটি পুলিশিং অঞ্চল-৭-এর সভাপতি মোঃ জায়নাল আবেদীন সরদার, সাধারণ সম্পাদক নূরুজ্জামন কালু, কমিউনিটি পুলিশিং  অঞ্চল-৬-এর প্রচার সম্পাদক মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজীসহ বিভিন্ন অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঞ্চলের টহল সদস্যগণ।
    পরে কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের ব্রিফিং শেষে প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর মডেল থানার কমিউনিটি পুলিশিং অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ ও এসআই বকুল।

সর্বাধিক পঠিত