• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সহযোগী সম্পাদক প্রখ্যাত লেখক আনিসুল হকের উপস্থিতিতে পাঠক সমাবেশে বক্তাগণ

চাঁদপুরের স্থানীয় সংবাদগুলো প্রথম আলোর জাতীয় পাতায় প্রকাশিত হোক, কেবল আঞ্চলিক পাতায় নয়

প্রকাশ:  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের স্থানীয় সংবাদগুলো প্রথম আলোর জাতীয় পাতায় প্রকাশিত হোক, কেবল আঞ্চলিক পাতায় নয়Ñএমন দাবি করেছেন প্রথম আলোর পাঠক সমাবেশে বক্তারা। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘প্রথম আলো : ২০ বছরে প্রাপ্তি ও প্রত্যাশা’ নিয়ে আয়োজিত পাঠক সমাবেশে এ দাবি জানানো হয়।
    এতে প্রধান আলোচক প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান দেশকে আরও ভালো দিকে এগিয়ে নেয়ার জন্যে পাঠকের মতামতকে সবচে’ বেশি গুরুত্ব দেন। বর্তমানে একমাত্র প্রথম আলো পত্রিকাই তিনটি বিশেষ আয়োজনের মাধ্যমে ধারাবাহিক সাফল্যের সংবাদ প্রচার করে আসছে। যা অন্য কোনো পত্রিকায় দেখা যায় না। তারপরেও সঙ্কটের সংবাদই সবার নজরে পড়ে। এক্ষেত্রে প্রথম আলো সঙ্কট তুলে ধরে সমাধানের পথ দেখিয়ে দেয়। এটি সরকারবিরোধিতা নয়। আমরা মনে করি, আমরা সরকার তথা দেশের স্বার্থেই কাজ করে যাচ্ছি।
    চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের সময় বিভিন্ন গণমাধ্যম সফলভাবে সংবাদ প্রচার করার সুযোগ পেয়েছে। সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের সপক্ষের পত্রিকা হিসেবে প্রথম আলো সফল। তবে প্রথম আলো যদি সরকারের সাফল্য আরও বিশেষভাবে তুলে ধরে তাহলে তা দেশ ও জাতির জন্যে মঙ্গল হবে।
    চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেন, ২০ বছরে প্রথম আলো অনেক ভালো কাজ করেছে। এজন্যে প্রথম আলোর কাছ থেকে আমরা পজেটিভ নিউজ আশা করি।
    চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও সনাক চাঁদপুর-এর সভাপতি কাজী শাহাদাত বলেন, আমাদের জেলার সংবাদ শুধুমাত্র আঞ্চলিক পাতায় প্রকাশিত হলে আমরা সংবাদের সাফল্য থেকে বঞ্চিত হই। আমরা চাই, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সব খবরই জাতীয় পাতায় প্রকাশিত হোক। এই পত্রিকাটি সারাদেশে দীর্ঘদিন প্রচারে শীর্ষস্থান ধরে রেখেছে। তিনি স্থানীয় পর্যায়ে সাহিত্যিকদের পুরস্কারের মাধমে উৎসাহিত করার ব্যবস্থা করতে প্রথম আলো কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
        স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী বলেন, এই পত্রিকাটি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কাজে যে সফলতা দেখিয়ে আসছে তা দৃষ্টান্তমূলক। আগামীতে এই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের সপক্ষে আরও ভূমিকা রাখুক।
    চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বাংলাদেশের ইতিহাসে এতোদিন ধরে শুধুমাত্র প্রথম আলো পত্রিকাটি অব্যাহতভাবে তার জনপ্রিয়তা ধরে রেখেছে।
    প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রূপক রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ মির্জা জাকির, প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, সমবায়ী জসিম উদ্দিন শেখ, চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, সামাজিক সংগঠন ‘চাঁদমুখ’-এর সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, টিভি উপস্থাপক ইউনুস উল্লা, তরুণ লেখক রফিকুজ্জামান রণি, বন্ধুসভার সদস্য সুপ্তি প্রমুখ। অনুষ্ঠানে আনিসুল হককে চাঁদপুরবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পৌর মেয়র। সবশেষে সবাইকে ধন্যবাদ দেন প্রথম আলোর কর্মকর্তা কবির বকুল।

 

সর্বাধিক পঠিত