• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা প্রশাসকের বদলির আদেশ ॥ ড. কামরুজ্জামানকে নিয়োগ

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শেষ পর্যন্ত চাঁদপুরের জনবান্ধব জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানকে এ জেলা থেকে বিদায় নিতে হচ্ছে। মাত্র ৬ মাসের মাথায় তাঁকে বদলি করা হলো। তবে তাঁর বদলির কারণটি অজানা। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে এ জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. কেএম কামরুজ্জামান সেলিমকে। রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের (মাঠ প্রশাসন-২ শাখা) উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমানের ২৭/০৯/২০১৮ খ্রিঃ তারিখে স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকালই চাঁদপুর এসে পৌঁছে।
    উল্লেখ্য, বর্তমান জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ৫/৩/২০১৮খ্রিঃ তারিখে এ জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।