• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় চাঁদপুর পৌরসভা দলকে সংবর্ধনা

চাঁদপুর পৌরসভা একাদশ যে ক্রীড়া নৈপুণ্যতা দেখিয়েছে, তাতে আমরা অভিভূত : মেয়র নাছির উদ্দিন আহমেদ

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টে চাঁদপুর পৌরসভা একাদশ অপরাজিতভাবে জেলায় চ্যাম্পিয়ন হওয়ায় কর্মকর্তা ও খেলোয়াড়দের উষ্ণ সংবর্ধনা দিয়েছে চাঁদপুর পৌরসভা। গতকাল ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পৌরসভা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রত্যেক খেলোয়াড়কে ফুলের মালা পরিয়ে বরণ করাসহ নগদ অর্থ ও প্রশংসাপত্র দেয়া হয়।
    পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুর রশিদ সর্দারের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, সচিব আবুল কালাম ভূঁইয়া, কাউন্সিলর মামুনুর রহমান দোলন, নাছির চোকদার, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, আয়েশা রহমান ও শিশু কিশোর একাডেমীর সভাপতি নূরুল ইসলাম নূরু।
    মেয়র নাছির উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে জানার জন্যে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যাতে তরুণ প্রজন্ম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও ইতিহাস সম্পর্কে জানতে পারে। চাঁদপুরে অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এজন্যে আমরা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ টুর্নামেন্টে অংশ নিয়ে চাঁদপুর পৌরসভা একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে যে ক্রীড়া নৈপুণ্যতা দেখিয়েছে, তাতে আমরা অভিভূত।
    তিনি আরো বলেন, আমাদের কর্মকা-ের মাধ্যমে পৌরবাসীকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করছি। রাস্তা-ঘাট সমস্যা সমাধান করতে পেরেছি। পানি সমস্যা দূর করতে পেরেছি। কোনো পৌরবাসীকে এখন আর হয়রানি হতে হয় না। পৌরবাসী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রচেষ্টায় আমরা সেবা প্রদানের ক্ষেত্রে সফল হয়েছি। সেবার মানে পৌরসভাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এ পৌরসভাকে শুধু সেবায় নয় সর্বমুখী করতে পেরেছি। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত