• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

কমিউনিটি পুলিশিংয়ের সকল সদস্যের স্বচ্ছ ও সাহসী ভূমিকা থাকতে হবে : পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম বলেছেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা বাল্যবিয়ে, ইভটিজিং ও জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে আমাদের প্রত্যেকটি পরিবারের পারিবারিক ও প্রতিবেশীদের বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে। কারণ, প্রত্যেকটি পরিবার ও প্রতিবেশী এক একটি থানা। আর অভিভাবকদের নিজ নিজ পরিবারের প্রত্যেকটি সদস্যের প্রতিই সুদৃষ্টি রাখতে হবে। যাতে তারা কেউ বিপথগামী না হয়। পাশাপাশি জঙ্গি, সন্ত্রাসবাদ, নাশকতা ও গুপ্তহত্যার সাথে জড়িতদের কোনো তথ্য কেউ পেলে তা তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে। গতকাল বৃহস্পতিবার মতলব উত্তর  উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠের সমাবেশে তিনি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, সামাজিক নিরাপত্তা ও পুলিশের কাজে গতি বৃদ্ধির উদ্দেশ্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো গতিশীল করা দরকার। কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যের স্বচ্ছ ও সাহসী ভূমিকা থাকতে হবে।
     মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের সভাপ্রধানে এবং উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সিনিয়র সহ-সভাপতি লায়ন ফারুক আহমেদ তিতাস ও ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মনজু, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, এএসপি সার্কেল (মতলব) রাজন কুমার দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও উপজেলা ইউপি চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী বাবুল, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এএসএম আবুল বাশার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ, সাংবাদিক শামসুজ্জামান ডলার, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম প্রধান প্রমুখ।
    অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা, ছেংগারচর পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    এদিকে সমাবেশে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শপথগ্রহণ করেন। শপথ পাঠ করান পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম।