আজ ঢাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টন ঐক্য পরিষদের মহাসমাবেশ
আজ শুক্রবার দুপুর ১টায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সারাদেশের ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ সমমনা সংগঠনের নেতা-কর্মী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী। তাঁরা বলেন, আমাদের এ মহাসমাবেশ কোনো রাজনৈতিক দলের সুবিধা আদায়ের জন্যে নয়। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি আদায়ের জন্যে এ মহাসমাবেশ। আমরা বহু পূর্ব থেকে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সরকারের নিকট দাবি জানিয়ে আসছিলাম। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি বিবেচনাপূর্বক তা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সমাবেশ সফল করার লক্ষ্যে সারাদেশের মতো চাঁদপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা-কর্মীসহ সমমনা মানুষজনের সাথে মতবিনিময় করেছি। সে অনুযায়ী উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা তাদের সুবিধা অনুযায়ী যথাসময়ে সমাবেশস্থলে পৌঁছবেন। তাছাড়া আমাদের নেতৃত্বে জেলা পর্যায়ের ও শহর কমিটির নেতৃবৃন্দ শহর কমিটির সভাপতি রোঃ রিপন সাহা এবং সাধারণ সম্পাদক ভাস্কর দাসের নেতৃত্বে আজ সকাল ৭টার লঞ্চে ঢাকার মহাসমাবেশে যোগ দেবেন।
জেলা সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জেলা, উপজেলা ও শহর কমিটিসহ সকল পর্যায়ের নেতা-কর্মীর সমাবেশস্থলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।