• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গতকাল বৃহস্পতিবার হাজীগঞ্জে পিংকি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্যে পুলিশ লাশ চাঁদপুর মর্গে পাঠিয়েছে। পিংকি পৌর এলাকার কংগাইশ গ্রামের মফিজ মিয়ার মেয়ে। সে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী। তার মৃত্যুর বিষয়টি রহস্যজনক।
    স্থানীয়রা জানান, মেয়েটি ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ডিউটিরত চিকিৎসকের রেজিস্টার খাতায় মেয়েটি গলায় ফাঁস দিয়েছে বলে উল্লেখ করা রয়েছে।  
    হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোঃ বেলায়েত হোসেন চাঁদপুর কণ্ঠকে জানান, হাসপাতালে আনার পূর্বেই মেয়েটির মৃত্যু হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জয়নাল আবেদীন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।