• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে প্রতিপক্ষের ঘুষিতে সাবেক ইউপি সদস্য নিহত

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলার নন্দলালপুরে ডিস ব্যবসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ঘুষিতে সাবেক ইউপি সদস্য জামাল হোসেন বেপারী (৬০) নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর বাজার সংলগ্ন বেড়িবাঁধের উপর এলাকার দুই ডিস ব্যবসায়ীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের রেশ ধরে সাবেক ইউপি মেম্বার জামাল হোসেন বেপারী ও মনির হোসেন বেপারীর (৫০) মধ্যে কথা কাটাকাটির  এক পর্যায়ে মনির হোসেন বেপারী জামাল হোসেন বেপারীকে ঘুষি মারলে জামাল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ঢাকায় নেয়ার পথে অবস্থা বেগতিক দেখে দাউদকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার  জামাল হোসেন বেপারীকে মৃত ঘোষণা করেন।
    মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মোর্শেদ আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন  এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
   

সর্বাধিক পঠিত